আন্তর্জাতিক ৭ ডিসেম্বর, ২০২২ ০২:১৮

২০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

আন্তর্জাতিক ডেস্ক: ১০ হাজার নয় এবার ২০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। আগামী বছরের শুরুতে ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে। ডিস্ট্রিবিউশন, টেকনিক্যাল, কর্পোরেটসহ সকল বিভাগে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে অ্যামাজন।

নিউইয়র্কস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যামাজনের পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের কাজের ধরন ও পারফরম্যান্সের ওপর নজর রাখতে। এই প্রক্রিয়া শেষে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে।বিশ্বজুড়ে অ্যামাজনের ১৫ লাখেরও বেশি জনবল রয়েছে। এর অধিকাংশ ঘণ্টাভিত্তিক কাজ করে থাকেন।

এর আগে নভেম্বরের মাঝামাঝিতে জানা গিয়েছিল, অ্যামাজন ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। সেই সংখ্যা বেড়ে এখন ২০ হাজার হয়েছে। টুইটার ও ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটার পর  এমন সিদ্ধান্ত নিলো অ্যামাজন।

সূত্র জানিয়েছে, যাদের ছাঁটাই করা হবে তাদের ২৪ ঘণ্টা আগে জানানো হবে এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।এছাড়া ছাঁটাইয়ের বিষয়টি সামনে আসার পর কর্মীদের মধ্যে ভীতি কাজ করছে বলে জানিয়েছে ওই সূত্রটি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অ্যামাজন একটি নির্দিষ্ট বিভাগ এবং অঞ্চলের বেশিরভাগ কর্মী ছেঁটে ফেলার চিন্তা করছে। যা তাদের পুরো ব্যবসায়িক কার্যক্রমের ওপর প্রভাব ফেলবে।

উল্লেখ্য, করোনা মহামারি চলাকালীন অনলাইনে কেনাকাটা বেড়ে যাওয়ায় রেকর্ড মুনাফা করেছে অ্যামাজন। কর্মের পরিধি বেড়ে যাওয়ায় ওই সময়ে প্রতিষ্ঠানটির জনবল বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছিল। তবে চলতি বছরের শুরুর দিকে অ্যামাজনের প্রবৃদ্ধি কমে দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দাঁড়ায়।

 

আমাদের কাগজ//টিএ