আন্তর্জাতিক ডেস্ক।।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে তা শেষ পর্যন্ত পরমাণু যুদ্ধে গড়াবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
যদি যুদ্ধ বেধে যায় তাহলে এর সমাপ্তি ঘটবে পরমাণু ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, এমনটাই মত তার। এর ফলে গোটা অঞ্চল ধ্বংস হয়ে যাবে। এ অবস্থায় কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কিছু করা উচিত বলে তিনি মন্তব্য করেন।আল জাজিরা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এসব কথা বলেন।
ইমরান খান বলেন, কাশ্মীর নিয়ে বেশি দিন তারা চুপ থাকবে না। তিনি নিজেকে শান্তিকামী হিসেবে উল্লেখ করে বলেন, আমরা প্রথমে যুদ্ধ শুরু করব না, কিন্তু যুদ্ধ হলে পাকিস্তানিরা জীবন দিয়ে লড়বে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু অস্ত্রধর। তাই পরমাণু যুদ্ধ বাধলে গোটা বিশ্বে এর খারাপ প্রভাব পড়বে। গোটা বিশ্বের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।
জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা, চীন, রাশিয়া ও ইউরোপীয় দেশগুলোকে এই পরিস্থিতি সম্পর্কে পাকিস্তান অবহিত করেছে বলে তিনি জানান। ভারত কাশ্মীরিদের ওপর গণহত্যা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।






















