আন্তর্জাতিক ডেস্ক: এবার বৃটেনে লেবার দলের সাবেক এমপি সিমন ড্যাংচুকির এনগেজড হয়েছে তার অর্ধেক বয়সী রোয়ান্ডার এক বিউটি থেরাপিস্টের সঙ্গে। ড্যাংচুকের বয়স এখন ৫৬ বছর। তার রোয়ান্ডার প্রেমিকার বয়স মাত্র ২৮ বছর। নাম ক্লাডাইন উওয়মাহোরো। প্রথম দেখার কয়েক মাসের মধ্যে তাকে প্রোপোজ করেছেন ড্যাংচুক। সাবেক এই এমপি এর আগেও দু’বার বিয়ে করেছিলেন। ১৭ বছর বয়সী একজন টিনেজ মেয়েকে রগরগে যৌনতা সম্বলিত বার্তা পাঠিয়েছিলেন। তা নিয়ে বৃটেনের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। চার সন্তানের পিতা সিমন ড্যাংচুক ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত রোচডেলের এমপি ছিলেন । কিন্তু ২০১৫ সালে তাকে সাসপেন্ড করা হয় ওই টিনেজ বালিকাকে রগরগে টেক্সট ম্যাসেজ পাঠানোর কারণে।
এবার রোয়ান্ডা সুন্দরীর প্রেমে পড়ে তিনি তাকে একজন ‘পারফেক্ট ওম্যান’ বা যথার্থ নারী হিসেবে আখ্যায়িত করেছেন। রোয়ান্ডার কিগালি শহরে প্রথম তাদের দেখাসাক্ষাৎ। সেই থেকে প্রেম। সিমন ড্যাংচুক বলেছেন, এরই মধ্যে তারা সাংসারিক জীবন শুরুর পরিকল্পনা করেছেন। তার অতীত নিয়ে কোনো আক্ষেপ নেই ক্লাডাইন উওয়মাহোরো’র।
১৭ বছর বয়সী টিনেজ বালিকাকে যৌনতা বিষয়ক টেক্সট ম্যাসেজ পাঠানোর কারণে বৃটেনের হাউজ অব কমন্সে নিষেধাজ্ঞা এড়িয়ে তিনি তখন বলেছিলেন, একজন বুড়ো বোকার চেয়ে কোনো বোকা হয় না। তিনি ওই বালিকাকে এসব টেক্সট ম্যাসেজ পাঠানোকে ‘স্টুপিডের’ কাজ বলে আখ্যায়িত করেন। বলেছিলেন, এটা আমার জীবনের সবচেয়ে অধপতন। এ সময় তিনি স্ত্রী ক্যারেন ড্যাংচুকের (৩৯) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ক্যারেন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সেলফি কুইন’ হিসেবে পরিচিতি পান। খোলামেলা ছবি পোস্ট করে অল্প দিনেই আলোচনায় আসেন। এ সময়েই রিপোর্ট প্রকাশ পায় যে, টুইটারে নিজের নির্বাচনী এলাকার ২২ বছরের এক যুবতীর সঙ্গে পরিচয় হয়েছে সিমন ড্যাংচুকের। এর মাত্র কয়েক দিনের মাথায় নিজের অফিসের টেবিলে ওই যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন সিমন ড্যাংচুক। ফলে ২০১৫ সালে বিয়ের তিন বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে।
এর বাইরে এক সন্তানের মা ক্লেয়ার হ্যামিলটনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন সিমন ড্যাংচুক। দাবি করা হয়েছে, ২০১৫ সালে ব্রাইটনে লেবার দলের এক কনফারেন্সে তারা দু’জন চুম্বন বিনিময় করেছেন। তাদের মধ্যে প্রেম চলছে। এর চার মাসের মধ্যে সিমনের সঙ্গে সম্পর্ক ভঙ্গ করেন ওই নারী। তিনি সিমনকে প্রতারক বলে অভিহিত করেন। বলেন, সিমন অনলাইনে অসংখ্য মেয়েকে ম্যাসেজ পাঠিয়েছেন। পরে নিজের জুনিয়র এক মেয়ে ১৯ বছর বয়সী চালেন মেইডির সঙ্গে এনগেজড হন সিমন ড্যাংচুক। কিন্তু সর্বশেষ প্রেম ক্লাডাইন উওয়মাহোরো’র সঙ্গে তার গত মার্চে কাসা কেজা নামের স্প্যানিশ রেস্তোরাঁয় সাক্ষাৎ হয়। সেই যে সাক্ষাৎ, সেই প্রেম। সিমন ড্যাংচুক বলেছেন, তিনি এবার বিশ্বাস করেন তারা চিরদিন একসঙ্গে থাকতে পারবেন।
সিমনের সঙ্গে ক্লাডাইন উওয়মাহোরোর বয়সের ফারাক ২৮ বছর। এ প্রসঙ্গে সিমন বলেন, আমার অতো বেশি বয়স নয়। বয়স হলো একটি সংখ্যা। যতক্ষণ এ বিষয়ে আমি সচেতন ততক্ষণ এটা কোনো ফ্যাক্টরই নয়। ক্লাডাইন খুবই ম্যাচিউরড, স্মার্ট নারী। তাকে বিয়ে করার অপেক্ষায় আছি। আমার জন্য একজন যথার্থ নারীকে খুঁজে পেয়েছি। আমার অতীতের সব সম্পর্কের কথা তার সঙ্গে শেয়ার করেছি। আমরা একে অন্যের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি। ক্লাডাইন খুবই লজিক্যাল। আমি যেটা পছন্দ করি, সেও সেটা। সে খুবই সুন্দরী। সুন্দর তার ব্যক্তিত্ব। খুব পজেটিভ মানুষ সে।
আমাদেরআগজ/ এএইচ





















