আন্তর্জাতিক ১৪ নভেম্বর, ২০২২ ০২:৫২

কাকে বিয়ে করলেন ট্রাম্পের ছোট মেয়ে

আমাদের কাগজ ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে বিয়ে করেছেন। টিফানি ট্রাম্পের সদ্য বিবাহিত স্বামীর নাম মাইকেল বুলোস। তিনি নাইজেরিয়ান-লেবানিজ বংশোদ্ভূত, পেশায় ব্যবসায়ী। 

শনিবার টিফানি-মাইকেলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লাগো ক্লাবে। তবে সেই ক্লাবটির মালিক ট্রাম্প নিজেই। বিবিসি জানিয়েছে, মাইকেলের বয়স ২৫। তিনি বয়সে টিফানির থেকে চার বছরের ছোট। টিফানি ট্রাম্প ও তার সাবেক স্ত্রী মার্লা ম্যাপেলসের মেয়ে। বিয়ের অনুষ্ঠানে ডনাল্ড ট্রাম্প এবং তার সন্তানরা উপস্থিত ছিলেন। সন্তানদের মধ্যে ছিলেন, ইভাঙ্কা ট্রাম্প, ডনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প ও ব্যারন ট্রাম্প।

২০১৮ সাল থেকেই প্রেম শুরু করেন এই দম্পতি। বুলোস নিজেও বিলিয়নিয়র। তিনি বড় হয়েছেন নাইজেরিয়ায়। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে নাইজেরিয়াকে নোংরা দেশ বলেও আখ্যায়িত করেছিলেন। ২০১৮ সালে তিনি সিনেটরদের সঙ্গে এক বৈঠকে ওই কথা বলেন। যদিও বুলোসের জন্ম লেবাননে।মাইকেল বুলোস প্রায় কয়েক বিলিয়ন ডলারের পারিবারিক সম্পতির মালিক। 

টিফানির মা অভিনেত্রী মার্লা ম্যাপলস। তিনি ট্রাম্পের সাবেক স্ত্রী। ট্রাম্প-মার্লার বিয়ে হয় ১৯৯৩ সালে। বিচ্ছেদ ১৯৯৯ সালে। বিয়ের অনুষ্ঠানে মার্লা উপস্থিত ছিলেন। টিফানির সঙ্গে মাইকেলের দেখা হয় ২০১৮ সালে। মাইকেল তখন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পড়তেন। আর টিফানি অবকাশ কাটাতে ইউরোপে গিয়েছিলেন।

আমাদের কাগজ//জেডআই