গত সপ্তাহে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে যুক্তরাজ্যের একটি তেলের ট্যাংকার আটক করে ইরানের রেভ্যুলেশনারি গার্ড৷ এ নিয়ে যখন দু'দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ঠিক তখনই ব্রিটেনের দ্বিতীয় যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এ ঘটনাকে উসকানিমূলক তৎপরতা বলে মন্তব্য করেছে ইরান।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, রবিবার এইচএমএস ডানকান এর আগে থেকে পারস্য উপসাগরে মোতায়েন ব্রিটিশ যুদ্ধজাহাজ মন্ট্রোজের সঙ্গে যোগ দিয়েছে।
রেডিও তেহরানের খবরের আরও বলা হয়, গত ১৯ জুলাই আন্তর্জাতিক জাহাজ চলাচল বিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগে এই হরমুজ প্রণালী থেকে একটি ব্রিটিশ তেল ট্যাংকার জব্দ করে ইরান। ১৯৮২ সালের জাহাজ চলাচল বিষয়ক কনভেনশন অনুযায়ী, সাগরে চলাচলকারী কোনো সামরিক বা বেসামরিক জাহাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে যেকোনো সামরিক জাহাজ তাকে জব্দ করতে পারে।






















