আন্তর্জাতিক ৯ নভেম্বর, ২০২২ ০৮:৪৯

ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতেই থাকবে

আমাদের কাগজ ডেস্ক: ‘ফলাফল যাই হোক, ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতেই থাকবে।’ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রসঙ্গে এমনটাই জানানো হয়েছে রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন থেকে। স্থানীয় সময় আজ বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রুশ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এসব নির্বাচন খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে না।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের বিদ্যমান সম্পর্ক খারাপ এবং ভবিষ্যতেও খারাপই থাকবে।’

চলতি সপ্তাহের শুরুর দিকে, মার্কিন জনগণের প্রতি ইউক্রেনকে সহায়তা দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেছিলেন, ‘আমি আপনাদের ঐক্য অটুট রাখার রাখার আহ্বান জানাই যেমনটি এখন আছে।’ 

উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনে কয়েক দফায় সমরাস্ত্র সহযোগিতা দিয়েছে। 

আমাদের কাগজ//জেডআই