আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রায় নিখোঁজ এক মাঝবয়সী নারীকে অজগরের পেটে পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৪ বছর বয়সী জাহারাহ নামের সেই নারী তার বাড়ির কাছে একটি বাগানে রাবার সংগ্রহ করতে গিয়ে শুক্রবার নিখোঁজ হন।
পরে পরিবারের সদস্যরা দেশটির জরুরি বিভাগকে জাহারার বিষয়টি জানালে গ্রামবাসীকে নিয়ে তারা অনুসন্ধান শুরু করে। তল্লাশি দলটি ২২ ফুট লম্বা একটি অজগর খুঁজে পায়। যার পেট ফোলা ছিল। পরে গ্রামবাসী সেই অজগরের পেট কেটে জাহারাহর মরদেহ বের করে।
স্থানীয় গ্রামপ্রধান আন্তো বলেন, ‘বাসিন্দারা সাপটিকে হত্যা করে এবং এর পেট চিড়ে ফেলে। সবাই অবাক হয়ে গিয়েছিল। দেখা গেল আমরা যে নারীকে খুঁজছিলাম সে সাপের পেটে।’তবে কেউই সাপটিকে নিখোঁজ নারীকে জীবিত খেতে দেখেনি।
বিশাল আকৃতির এই অজগরগুলো (জায়ান্ট পাইথন) সাধারণত ২০ ফুটের বেশি লম্বা হয়, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এদের দেখতে পাওয়া যায়।
এর আগে,২০১৭ সালের মার্চেও এমন এক ঘটনায় ইন্দোনেশীয় এক কৃষকের অজগরের পেট কেটে বের করা হয়েছিল। ফসল কাটার সময় সেই কৃষক নিখোঁজ হয়। যেখান থেকে তিনি নিখোঁজ হন, সেখানেই পেট ফোলা এক সাপের পেট থেকে তাকে বের করা হয়।
আমাদের কাগজ//টিএ





















