আন্তর্জাতিক ডেস্ক: দীপাবলি উদযাপনের জন্য কার্গিল সীমান্তে গিয়ে সৈন্যদের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ক্ষমতা বা শক্তি ছাড়া শান্তি অর্জন অসম্ভব। তিনি বলেছেন, ভারত সরকার যুদ্ধকে সব সময় বিকল্প উপায় হিসেবে রাখে।
সোমবার (২৪ অক্টোবর) সেনা সমাবেশে এসব কথা বলেন তিনি।
মোদি বলেন, ‘আমরা সব সময় যুদ্ধকে শেষ অপশন বা বিকল্প উপায় হিসেবে রাখি। লঙ্কা কিংবা কুরুক্ষেত্র সবখানেই শেষ পর্যন্ত আমরা যুদ্ধ প্রতিরোধের চেষ্টা করি। আমরা সব সময় বিশ্ব শান্তির পক্ষে।’
কার্গিল সীমান্তে দায়িত্বরত সেনাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আমার পরিবার। আপনাদের ছাড়া আমরা ভালভাবে দীপাবলি উদযাপন করতে পারি না।
সৈন্যদের সাহসের প্রশংসা করে তিনি বলেন, পাকিস্তানের সাথে এমন কোন যুদ্ধ নেই যেখানে কার্গিল জয় লাভ করেনি। দারাস, বাটালিক ও টাইগার পাহাড়ও আপনাদের সাহসিকতার সাক্ষ্য দিবে। কার্গিলে সন্ত্রাস দমন করতে আমাদের সৈন্যরা অনন্য ভূমিকা রেখেছে। আমি এই ঘটনার সাক্ষী।
মোদি বলেন, ‘আপনারা সতর্ক, সজাগ। দেশও তাই অর্থনৈতিক দিক দিয়ে শক্তি সঞ্চয় করে চলেছে। গত সাত-আট বছরে বিশ্বের পঞ্চম অর্থনীতিতে উত্তরণ ঘটেছে।’
নরেন্দ্র মোদি আরও বলেন, ভারত এখন বিশ্বব্যাপী সম্মানিত। আপনারা সীমান্ত পাহারা দেন বলেই আমরা শত্রুদের বিপক্ষে কঠোর পদক্ষেপ নিতে পারি। শত্রুরা আমাদেরকে চ্যালেঞ্জ করলে আমরা তাদের ভাষায় উপযুক্ত জবাব দিতে পারি।
আমাদেরকাগজ/এইচএম





















