আন্তর্জাতিক ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৪৯

কাশ্মীরে প্রথম মৃত্যুর ঘটনা নিশ্চিত করল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর এই প্রথম সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় আহত এক কাশ্মীরি তরুণের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগরে আবারো কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাতে মারা যাওয়া ১৮ বছরের তরুণের নাম আসরার আহমেদ খান।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গত ৫ অগাস্টের পর কাশ্মীরে আরো অন্তত দুইটি মৃত্যুর খবর পাওয়া গেলেও কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।