আন্তর্জাতিক ২৪ জানুয়ারি, ২০২১ ০৪:৫৭

ক্যালিফোর্নিয়া থেকে যেভাবে উদ্ধার হলো নিখোঁজ ৩৩ শিশু

ইন্টারন্যাশনাল ডেস্ক 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অভিযান চালিয়ে নিখোঁজ হওয়া ৩৩টি শিশু উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উদ্ধার হওয়ার ৮টি শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নিখোঁজ হওয়ার শিশুদের উদ্ধারে গত ১১ জানুয়ারি থেকে অপারেশন 'লস্ট অ্যাঞ্জেলস' অভিযান শুরু করা হয়।

শিশুদের পরিচয় চিহ্নিতকরণ, অবস্থান শনাক্তকরণ ও উদ্ধার অভিযানে এফবিআই, লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ, লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ বিভাগ এবং দুই ডজনের বেশি আইন শৃঙ্খলাবাহিনী ও বেসরকারি সংস্থা জড়িত ছিল।