আন্তর্জাতিক ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:১০

ভারতকে এবার ২২ টুকরো করার হুমকি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারত সরকার কর্তৃক কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল করার পর থেকে পাকিস্তানের সঙ্গে দেশটির উত্তেজনা দ্রুত বেড়েই চলছে। 
 

তবে ইমরান খানের চেয়ে এক ধাপ এগিয়ে আছে তার সরকারের রেলমন্ত্রী শেখ রশিদ। গত সপ্তাহে তিনি ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন। এবার ভারতকে ভেঙে ২২ টুকরো করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পাকিস্তানের গণমাধ্যমে রশিদের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে রশিদ ভারতের সঙ্গে যুদ্ধ হলে দেশটিকে ভেঙে টুকরো টুকরো করার এ হুঁশিয়ারি দেন।

এর আগে অক্টোবর বা নভেম্বরেই ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে পারে বলে হুমকি দিয়েছিলেন তিনি।

ভিডিওতে শেখ রশিদ বলেন, ভারতের উচিৎ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে না জড়ানো। পাকিস্তানের হাতে যে পরমাণু বোমাগুলি রয়েছে, তার ওজন বেশি নয়, মাত্র ১২৫ থেকে ২৫০ গ্রাম। কিন্তু তার ব্যপকতা মারাত্মক৷  

তিনি বলেন, ভারত যদি যুদ্ধে জড়ায় তাহলে এসব বোমার আঘাতে ভারত ২২ টুকরো হয়ে যাবে। তিনি বলেন, এই ধরণের স্মার্ট বোমাগুলি ভারতের কিছু নির্দিষ্ট করা ও চিহ্নিত স্থানে ফেলা হবে, যাতে ভারত আর ঘুরে দাঁড়াতে না পারে৷