আন্তর্জাতিক ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:১৮

সেই অভিনন্দন আবার আকাশে

ভারতের বিমানবাহিনীর প্রধান বিএস ধানোয়া ও উইং কমান্ডার অভিনন্দন বর্তমান যুদ্ধবিমান চালালেন। ছবি: সংগৃহীত

ভারতের বিমানবাহিনীর প্রধান বিএস ধানোয়া ও উইং কমান্ডার অভিনন্দন বর্তমান যুদ্ধবিমান চালালেন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক।।

পাকিস্তানের আটকের পর ভারতে ফিরে আসা ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান আবার ককপিটে ফিরলেন। পাঠানকোটের ঘাঁটি থেকে মিগ-২১ যুদ্ধবিমানে চড়েন তিনি। আকাশে পাড়ি দেওয়ার সময় এবার অভিনন্দনের সঙ্গী ছিলেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান বিএস ধানোয়া।

সোমবার ভারতের বিমানবাহিনীর পাঠানকোটের স্টেশন থেকে একটি মিগ-২১ ওড়ান ভারতের বিমানবাহিনী প্রধান বিএস ধানোয়া। অবসর নেওয়ার আগে এটাই হয়তো এয়ার চিফ মার্শালের শেষ উড়ান। এদিন তাঁর সঙ্গে ছিলেন অভিনন্দন। দু’জনের একসঙ্গে ককপিটে ওঠার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ফ্রেমে দুই যোদ্ধাকে সম্মান জানাচ্ছেন অনেকেই। 

সোমবার প্রায় ৩০ মিনিট মিগ-২১ আকাশে ওড়ান অভিনন্দন বর্তমান আর ধানোয়া। অবতরণের পর ককপিট থেকে নেমে বিএস ধানোয়া বলেন, অভিনন্দনের সঙ্গে যুদ্ধবিমান চালিয়ে তিনি গর্বিত। তাঁর সঙ্গে অভিনন্দনের কয়েকটি মিল রয়েছে। দু’জনের ক্ষেত্রে বিমান থেকে পড়ে যাওয়ার পর প্রাণে রক্ষা পেয়েছেন কোনোরকমে। পাকিস্তানের সঙ্গে লড়াই করার অভিজ্ঞতাও রয়েছে দু’জনেরই। তিনি নিজে লড়াই করেছেন কারগিল যুদ্ধের সময় আর অভিনন্দন বর্তমান লড়াই করেছেন বালাকোটের সময়। এ ছাড়া অভিনন্দনের বাবা যিনি এয়ার মার্শাল হিসেবে অবসর নেন তাঁর সহকর্মী ছিলেন বিএস ধানোয়া।