আন্তর্জাতিক ডেস্ক।।
রাখাইনে রোহিঙ্গা নৃশংসতার সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিচারের যে ঘোষণা মিয়ানমারের সেনাবাহিনী দিয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
সংস্থাটি জানায়, এই ঘোষণায় মিয়ানমার সেনাবাহিনীর আচরণের কোনো পরিবর্তন হয়নি। বরং ইস্যুটি থেকে আর্ন্তজাতিক সম্প্রদায়ের নজর সরাতেই এমন ঘোষণা দেয়া হয়েছে বলেও উল্লেখ করে সংস্থাটি।
এমনকি বিচার করা হলেও তা সবার অগোচরে করা হবে, যাতে করে প্রকৃত দোষীরা ক্ষমা পেয়ে যাবে বলেও দাবি করে হিউম্যান রাইটস ওয়াচ। এর আগে, রোববার রোহিঙ্গা নিধনের সঙ্গে জড়িতদের সামরিক আদালতে বিচারের ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী।





















