আন্তর্জাতিক ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৪১

জীবন বাচাতে শহর ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক।।

মাটি খুঁড়লেই মিলছে মানুষের হাড়গোড়। মাঝে পাওয়া যায় লাশের পোড়া গন্ধ পাওয়া যায়। কখন কে হারিয়ে যাবে তা কেউ বলতে পারছে না। নিঁখোজদের স্বজন অভিযোগ করলেও প্রতিকার মেলে না। এমন পরিস্থিতি চলছে মেক্সিকোর একটি শহরে।    

মেক্সিকোর গুয়াদালাজারা শহরের সবুজে ছেয়ে থাকা শহরতলী লা এস্তান্সিয়া। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত শহরটিতে প্রায় ৪০ হাজার মানুষ নিখোঁজ হয়েছে। মাটি খুঁড়লে ওইসব মানুষের হাড়গোড় পাওয়া যায়।

দেশটির মাদক গ্যাংগুলো মৃতদেহ গুম করতে লা এস্তান্সিয়াকে ব্যবহার করে। ফলে আতঙ্ক আর ভয়ে বসবাস করেন শহরে বাসিন্দারা। কিন্তু এভাবে কত দিন সম্ভব?

বসবাসের অনুপযোগী হয়ে যাওয়া এখন এর বাসিন্দারা শহর ছাড়তে চায়। শহরের বাড়িগুলোর সামনে ঝোলানো 'বিক্রির জন্য' সাইনবোর্ডগুলো।

লা এস্তান্সিয়ার একজন অধিবাসী নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, আপনি ভীতিটা বুঝতে পারবেন। এটা অনুভব করা যায়।

এক সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০০৬ থেকে ১৬ সাল পর্যন্ত সময়ের মধ্যে অন্তত ১৯৭৮টি এরকম গোরস্তানের সন্ধান মিলেছে।