আন্তর্জাতিক ডেস্ক
গতকাল বৃহস্পতিবার থেকে কুয়েতে ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ইতোমধ্যে, ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ। গতকাল টিকার প্রথম ডোজ নেন তিনি।
টিকা নেয়ার পর কুয়েতের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা ‘নিরাপদ’। এর আগে বেশ কয়েকটি দেশ এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেন। তিনি আরও বলেন, আগামী কয়েক মাস ধরে কুয়েত জুড়ে এই টিকাদান কর্মসূচি চলছে। এই ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বে এখনও ২১ লাখ মানুষকে এই টিকা দেয়া হয়েছে।
এছাড়া, করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হাত ধোয়াসহ বিভিন্ন পদক্ষেপ মেনে চলতে দেশটির মানুষজনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী শেখ ডা. বাসেল আল-সাবাহ বলেন, এক বছর ধরে প্রতি মাসে দেশটিতে টিকার ডোজ আসবে। জানা যায়, এ সপ্তাহে দেশটিতে করোনা টিকার প্রথম ডোজ এসেছে। প্রথম দফায় দেশটিতে দেড় লাখ টিকার ডোজ পৌঁছেছে।
উল্লেখ্য, কুয়েতে এ পর্যন্ত ১ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৯২৬ জনের।