আন্তর্জাতিক ডেস্ক ।।
নতুন বউ ঘরে। সেদিকে স্বামীর এতটুকু খেয়াল নেই। সারাক্ষণ ব্যস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে। ভারতের মধ্যপ্রদেশের নববিবাহিত তরুণী এক পর্যায়ে বিরক্ত হয়ে স্বামীকে ডিভোর্স দিয়েছেন।
দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ডিভোর্সের কারণ হিসেবে ওই নারী স্বামীকে পড়ালেখার প্রতি ‘আসক্ত’ বলেছেন। তার দাবি, স্বামীর কাছে প্রতিনিয়ত তিনি অবহেলিত।
রাজ্যটির কাউন্সেলিং কর্মকর্তারা জানিয়েছেন, চাকরি প্রত্যাশী ওই যুবক পিএইচডি করা। তিনি বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের বিসিএসের মতো ভারতে এই পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়।
এক কর্মকর্তা বলেন, ‘ছেলেটি পরিবারের একমাত্র সন্তান। তার বাবা-মা ইদানীং অসুস্থ হওয়ায় তড়িঘড়ি করে বিয়ে দেওয়া হয়।’
যুবকটি জানিয়েছেন, তার স্ত্রী বেশ কয়েক মাস হল বাবার বাড়ি চলে গেছেন। ফিরতে বললেও ফিরছেন না। তিনি নিজেও এখন ডিভোর্স চান।






















