আন্তর্জাতিক ডেস্ক।।
আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ বাসিন্দা। আজ শনিবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় নাগরিক তালিকা প্রকাশের পর পুরো আসামে থমথমে অবস্থা বিরাজ করছে।
এছাড়াও আসামে মোতায়ন করা হয়েছে বাড়তি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সিআরপিএফ জওয়ান। কোন ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে জানিয়েছে আইন শৃঙ্খলাবাহিনী।
এদিকে আসামের এ চাপা উত্তেজনায় বাংলাদেশ-ভারত সীমান্তে উচ্চ সতর্কাবস্থা পরিলক্ষিত হচ্ছে।






















