আন্তর্জাতিক ডেস্ক
করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় টিকা হিসেবে জরুরি অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার টিকা। বিশেষজ্ঞ প্যানেলের অনুমোদনের পরপরই এ টিকা ব্যবহারে অনুমোদন দিতে যাচ্ছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জরুরি ব্যবহারের জন্য ফাইজার ও এর পার্টনার বায়োএনটেকের করোনাভাইরাস টিকা অনুমোদন দেয়। এরমধ্যে টিকাটির ৩০ লাখ ডোজ দেশজুড়ে বিতরণ করা হয়েছে।
এফডিএ প্রধান বলেছেন, মডার্নার টিকার ব্যবহারের অনুমোদন দিতে তার প্রতিষ্ঠান জরুরি পদক্ষেপ গ্রহণ করবে। প্রতিষ্ঠানটি যেন কয়েক মিলিয়ন ডোজ পরিবহন করতে পারে সে পদক্ষেপও নেওয়া হবে।
চলতি সপ্তাহে মডার্নার টিকাকে নিরাপদ ও ৯৪% কার্যকর বলে জানায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো। যুক্তরাষ্ট্রের প্রশাসন এরই মধ্যে মডার্নার এ টিকার ২০ কোটি ডোজ কিনতে সম্মতি দিয়েছে।






















