আন্তর্জাতিক ১৪ ডিসেম্বর, ২০২০ ০৬:০৩

ভারতে নতুন শনাক্ত ২৭ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে যা রবিবার ছিল ৩০ হাজারের বেশি এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ লাখ ৮৪ হাজার ১০০ জন

সোমবার ভারতের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৬ জনের মৃত্যুর সংখ্যাও গতকালের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম দেশে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন লাখ ৪৩ হাজার ৩৫৫ জন

আক্রান্তের বেশিরভাগই সুস্থ গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ৩০ হাজার ৬৯৫ জন সংখ্যাটা আক্রান্তের থেকে অনেকটাই বেশি

এই মুহূর্তে ভারতে মোট করোনাজয়ী ৯৩ লাখ ৮৮ হাজার ১৫৯ জন চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র লাখ ৫২ হাজার ৫৮৬ জন ইতিমধ্যেই দেশে সাড়ে ১৫ কোটির বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে