আন্তর্জাতিক ৩০ আগস্ট, ২০১৯ ০৫:৩২

কাশ্মীর রক্ষায় ইমরানের বিক্ষোভের ডাককে দায়িত্বজ্ঞানহীন বলল ভারত

জম্মু-কাশ্মীর সংকটে কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানাতে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। ফলে, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চরম দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পাক প্রধানমন্ত্রী বিষয়ে এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার।

ওই সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে রাভিশ কুমার বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে পাকিস্তান। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তাদের বিবৃতি খুবই দায়িত্বজ্ঞানহীন।
এছাড়াও ওই মুখপাত্র তার বক্তব্যে সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম উল্লেখ না করলেও কথার মারপ্যাঁচে ইমরান খানের দিকেই বার বার নিক্ষেপ করেছেন নিন্দার তীর।

অপরদিকে, ‘কাশ্মীর আওয়ার’ নামে এই বিক্ষোভে অংশ নিতে সব পাকিস্তানির প্রতি আবেদন জানিয়েছেন তিনি ইমরান খান। শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের আগে দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক টুইটবার্তায় এই সংহতি সমাবেশ আহ্বান করেন ইমরান খান।

এ বিষয়ে ইমরান খান বলেন, কাশ্মীরিদের ওপর আগ্রাসন চালাচ্ছে ভারতের ফ্যাসিবাদী সরকার। ২৪ ঘণ্টা কারফিউ, নারী ও শিশুসহ নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানাতে চাই। তাদেরকে আমরা এ বার্তা দিতে চাই যে, সমগ্র পাকিস্তানি জাতি তাদের পাশে আছে। আমি চাই, কাশ্মীরিদের সঙ্গে একাত্মতা জানাতে শুক্রবারের দুপুরের সমাবেশে যোগ দিতে বেরিয়ে আসবেন পাকিস্তানিরা।

কিন্তু, পাকিস্তান জুড়ে এমন বিক্ষোভের ডাক দেয়ার পরই ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন নিন্দামূলক মন্তব্য এসেছে তার বিরুদ্ধে।