আন্তর্জাতিক ডেস্ক ।।
ছেলের জন্মদিনে উপহার দেওয়ার জন্য রেপ্লিকা বিমান খুঁজতে গিয়ে ভুলে সত্যিকারের আকাশযান অর্ডার করে ফেলেছেন সৌদি আরবের এক বাবা। ভুল করে, এয়ারবাস এ৩৫০-১০০০ মডেলের দুটি বিমান অর্ডার করে ফেলেছেন তিনি।
জানা গেছে, ওই ব্যক্তি সৌদি আরবের বিদ্যুৎ খাতের একজন বিনিয়োগকারী। তবে তার নাম জানা যায়নি। ছেলের জন্মদিনে উপহার দিতে ছোট আকারের রেপ্লিকা বিমান কিনতে চেয়েছিলেন তিনি। আর সেই কারণেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের কার্যালয়ে ফোন করে রেপ্লিকা বিমান চেয়েছিলেন ওই ধনকুবের। কিন্তু ইংরেজি ভাষা কম জানার কারণে চাহিদার কথা ভালোভাবে বোঝাতে পারেননি। উড়োজাহাজ দুটি তৈরির প্রক্রিয়া শুরু হওয়ার পর ওই বিনিয়োগকারীর কাছে ৩৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বিল আসে। অর্থাৎ ৩ হাজার ৮৪ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা! এরপরও তিনি বুঝতে পারেননি কী ঘটছে। যদিও তার কাছে বিমানের রেপ্লিকা ঠিকই ব্যয়বহুল মনে হয়েছে। তবে এ নিয়ে দুশ্চিন্তা করেননি তিনি।
কয়েক মাস পর ওই বিত্তশালীর ভুল ভাঙে। এয়ারবাস কর্তৃপক্ষ তাকে জানায়, বিমান দুটি ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গেছে। তিনি বলেছেন, ‘তারা জিজ্ঞাসা করেছিল এগুলো কারা চালিয়ে নেবে? তখন আমার মনে হচ্ছিল রসিকতা করা হচ্ছে।’
শেষমেষ ভুল করে কিনে ফেলা বিমান দুটির মধ্যে একটি নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সৌদি ধনকুবের। আরেকটি কাজিনকে উপহার হিসেবে দিয়েছেন তিনি।





















