আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন হুলিয়ায় থাকা তেলবাহী জাহাজ আদ্রিয়ান দারিয়া ১ শেষ পর্যন্ত বিক্রি করে দিয়েছে ইরান। গতকাল সোমবার দ্য ইনডিপেনডেন্ট অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আদ্রিয়ান দারিয়া ১ নামের জাহাজটিতে ২ দশমিক ১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। তেলসহ জাহাজটি এক অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।
ইরান সরকারের এক মুখপাত্র গতকাল দেশটির রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তেলসহ জাহাজটি বিক্রি করে দেওয়ার কথা জানান।
ইরান সরকারের ওই মুখপাত্র বলেন, এখন জাহাজটির গন্তব্য কী হবে, তা তার ক্রেতাই ঠিক করবেন।
এখন জাহাজটি ভূমধ্যসাগরে আছে।






















