আন্তর্জাতিক ২৪ নভেম্বর, ২০২০ ০৬:১৪

মৃত মায়ের সাথে ৯ মাস

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

আন্তর্জাতিক ডেস্ক

৯ মাস আগে বৃদ্ধা মা মারা গেলেও জানায়নি কাউকে। শেষকৃত্য না করে ঘরে রেখে দিয়েছিলেন মায়ের মৃতদেহ। সেই মৃতদেহের সাথেই বসবাস করে আসছিলেন এতদিন।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের বান্দ্রায়। জানা যায় লকডাউন চলার সময় গত মার্চে ওই বৃদ্ধার মৃত্যু হয়। মায়ের মরদেহ আগলে রেখে এতদিন এক ঘরেই বাস করছিলেন তার মেয়ে। পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় পচে গলে যাওয়া মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।

ক্ক

প্রতিবেশীরা জানায়, ওই বাড়ির দরজা সবসময়ই বন্ধ থাকতো। ময়লা আবর্জনা ফেলার জন্য মাঝে মধ্যে ওই নারী জানালা খুলতেন। কারো সঙ্গে মিশতনা বলে ওই নারীর সঙ্গে প্রতিবেশীরাও মেশার চেষ্টা করতেন না। এক সময় সন্দেহ হলে, তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই বাড়িতে ঢুকতেই দেখতে পান বিছানার ওপর পড়ে আছে অস্থিচর্ম গলে যাওয়া এক বৃদ্ধার মৃতদেহ।

ওই নারীর মানসিক কিছু সমস্যা থাকায় প্রতিবেশীরাও তাকে এড়িয়ে চলতেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অসুস্থতার জন্যই হয়তো কাউকে মায়ের মৃত্যু সম্পর্কে জানাতে সাহস পাননি ওই মহিলা। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার