আন্তর্জাতিক ২৭ আগস্ট, ২০১৯ ০৫:০৪

কাশ্মীর ইস্যুতে পরমাণু যুদ্ধের আশঙ্কা ইমরানের

পাক প্রধানমন্ত্রী ইমরান খান

পাক প্রধানমন্ত্রী ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক।।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল (সোমবার) এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সমাজ হস্তক্ষেপ করতে ব্যর্থ হলে ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে।

গত ৫ আগস্ট নরেন্দ্র মোদির সরকার জম্মু-কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন বাতিল করে রাজ্যটিকে ভারতের সঙ্গে একীভূত করেছে।

তিনি বলেন, কাশ্মীরের জনগণের উপর যে নির্যাতন চলছে এবং আরো নির্যাতন আসছে তাতে জাতিসংঘের এখন বিরাট দায়দায়িত্ব রয়েছে। তাদেরকে প্রমাণ করতে হবে- তারা দুর্বলের পক্ষে না সবলের পক্ষে অবস্থান নেবে।

আরো পড়ুন: ট্রাম্প-মোদি বৈঠক, আলোচনায় থাকবে কাশ্মীর

ইমরান খান বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে যদি যুদ্ধ শুরু হয় তাহলে মনে রাখতে হবে ভারত এবং পাকিস্তান দুই দেশই পরমাণু অস্ত্রের অধিকারী এবং পরমাণু যুদ্ধ শুরু হলে কেউই বিজয়ী হবে না। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে শুধু এই অঞ্চলই সংকটে পড়বে না বরং এর পরিণতি পুরো বিশ্বকে ভোগ করতে হবে। বিষয়টি এখন মূলত আন্তর্জাতিক সমাজের উপর নির্ভর করছে।

ইমরান খান বলেন, নয়াদিল্লির সঙ্গে বারবার সংলাপে বসার চেষ্টা করেছে ইসলামাবাদ কিন্তু অন্য পক্ষ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায় নি। তিনি আবারো ঘোষণা দেন যে, পাকিস্তান কাশ্মীরের জনগণের পাশে ততক্ষণ পার্যন্ত দাঁড়াবে যতক্ষণ না তাদের উপর থেকে ভারতের নিয়ন্ত্রণ উঠে যায়