আন্তর্জাতিক ১৯ নভেম্বর, ২০২০ ০৩:৫৪

সংবাদ সম্মেলনে একি করলেন সাবেক মন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক

সংবাদ সম্মেলনে কাঁচা মাছেই কামড় বসালেন সাবেক মন্ত্রী! আবার তা চিবিয়ে খাইয়ে দেখালেনও! তিনি শ্রীলঙ্কার সাবেক মৎস্য মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি

তবে বিশেষ একটি কারণেই এমনটা করেছেন এই সাবেক মন্ত্রী আসলে করোনা মহামারিতে অন্য দিকগুলোর মতোই মৎস্যচাষেও মন্দা দেখা দেয়েছে সামুদ্রিক মাছের বিক্রি শ্রীলঙ্কায় এক ঝটকায় অনেকটাই কমে গেছে আর সেই কারণে মাছের বিক্রি বাড়াতে এই অভিনব পন্থা বের করেন তিনি বুঝিয়ে দিতে চান, মহামারিতেও সম্পূর্ণ সুরক্ষিত সামুদ্রিক মাছ কাঁচাই যখন খাওয়া সম্ভব, তখন রেঁধে নিলে তো কোনও সমস্যাই থাকবে না

গত মাসেই কলম্বোর সেন্ট্রাল ফিশ মার্কেটে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়ায় বন্ধ হয়ে যায় মার্কেট বিক্রি না হওয়া হাজার হাজার মাছ নষ্ট হয়ে যায় চাহিদা না থাকায় এক ঝটকায় অনেকখানি কমে যায় মাছের দামও যার ফলে বিপুল ক্ষতির মুখে পড়েন মাছ ব্যবসায়ীরা মাছ খেতে রীতিমতো ভয় পাচ্ছিলেন শ্রীলঙ্কাবাসীরা সেই আতঙ্ক দূর করতেই আসরে নামেন সাবেক মৎস্য মন্ত্রী

কাঁচা মাছে কামড় দিয়ে তিনি বলেন, “আমাদের মৎস্য ব্যবসায়ীরা মাছ বিক্রি করতে পারছেন না কারণ, দেশবাসী মাছ খেতেই চাইছে না সেই জন্য এই মাছটা সঙ্গে এনেছি দেখুন, এটা খেলে কোনও সমস্যা নেই প্রত্যেককে অনুরোধ জানাব, সকলে যেন আগের মতোই মাছ খান ভয়ের কোনও কারণ নেই এর থেকে করোনা সংক্রমিত হবেন না