আন্তর্জাতিক ১৯ নভেম্বর, ২০২০ ০৩:৩৫

সাইবার হুমকিতে যে ৪ দেশকে দুষল কানাডা

ইন্টারন্যাশনাল ডেস্ক

কানাডার ডিজিটাল গোয়েন্দা সংস্থা দাবি করেছে, চীন, রাশিয়া, ইরান উত্তর কোরিয়ার সাইবার কর্মসূচি গোটা বিশ্বেরসাইবার অপরাধজনিত হুমকি প্রধান উৎস

বুধবার ওই সংস্থা এক প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে কানাডার ডিজিটাল গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার তৎপরতা বিশ্বের সাইবার নিরাপত্তার জন্য সর্বাধুনিক হুমকি হিসেবে কাজ করছে

কানাডার এই গোয়েন্দা সংস্থা যে চার দেশকে সাইবার হুমকির জন্য অভিযুক্ত করেছে তার প্রত্যেকটির সঙ্গে অটোয়ার সম্পর্ক খারাপ

ইরানের কানাডার দূতাবাস আপাতত বন্ধ রয়েছে এবং তেহরানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জুসপে পেরোনে বর্তমানে ইরানে কানাডার স্বার্থ দেখাশুনা করছেন কানাডায় বসবাসরত ইরানি নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানানোর জন্য গত মঙ্গলবার পেরোনোকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়

সময় ইরানি নাগরিকদের সঙ্গে কানাডা সরকারের পক্ষ থেকে সদাচারণ করার আহ্বান জানানো হয় ইতালির রাষ্ট্রদূত ইরানের প্রতিবাদের কথা অটোয়া সরকারকে জানিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন