আন্তর্জাতিক ১৭ নভেম্বর, ২০২০ ০৩:২৯

সোমালিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬। একটি রেস্টুরেন্টে এ বোমা হামলার ঘটনাটি ঘটে। এ হামলা কারা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয় দেশটির পুলিশ। খবর রয়টার্সের।

স্থানীয় পুলিশের মুখপাত্র সাদিক আলী জানান, মোগাদিসু বন্দরের নিকটবর্তী পুলিশ অ্যাকাডেমির কাছে একটি রেস্টুরেন্টে এ বোমা হামলা চালানো হয়। এতে হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও কমপক্ষে ১৬ জন আহত হয়ছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী জানান, বোমা বিস্ফোরণের পর তিনি রেস্টুরেন্ট থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেন। বিস্ফোরণের পর পুলিশ গুলি ছুড়েছিল।

মোহামুদ আহমেদ নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ভারী বৃষ্টির কারণে বহু মানুষ ওই রেস্টুরেন্টের ভেতর আশ্রয় নিয়েছিলেন। আমি পাশেই চা খাচ্ছিলাম। এরমধ্যেই বিস্ফোরণটি ঘটে। এরপর কী হয়েছে আমি জানি না। বিস্ফোরণে আমার হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে।

এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও আল শাবাবের দিকে আঙ্গুল তুলছে অনেকে। আল কায়েদা সংশ্লিষ্ট এই জঙ্গি সংগঠন সরকার পতনের উদ্দেশে সোমালিয়ায় এ ধরনের হামলা চালিয়ে থাকে।