আন্তর্জাতিক।।
জম্মু-কাশ্মীরে ১০ দিনের জন্য ফোন সেবা বন্ধ থাকলে ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন রাজ্যের বর্তমান গভর্নর সত্যপাল মালিক। রবিবার দিল্লিতে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্যে যোগ দিতে এসে এভাবেই ফোন সেবা বন্ধ থাকা নিয়ে সাফাই গাইলেন তিনি।
গভর্নর সত্যপাল মালিকের দাবি, এতে প্রয়োজনীয় পণ্য আমদানি-রফতানিতে কোনও সমস্যা তৈরি হয়নি। বরং সমস্যা হতো মানুষের প্রাণহানি হলে।
আরো পড়ুন: কাশ্মীর ঠান্ডায় মেহবুবা-আবদুল্লাহকে ‘টোপ’ বানাতে চায় মোদী
তিনি বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা বন্ধ না করলে কাশ্মীরে অতীতের মতোই প্রাণহানি হত। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখন পর্যন্ত রাজ্যের কোথাও মৃত্যুর খবর নেই।’
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যে ৯৭টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে কাজ করছে মাত্র ২৫টি। ৩৫ হাজার ল্যান্ড লাইনের মধ্যে চালু হয়েছে মাত্র ১৪ হাজারটি।






















