আন্তর্জাতিক ৯ নভেম্বর, ২০২০ ০৭:১৪

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ৪৯০ জনের মৃত্যু

ইন্টারনেশনাল ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ হাজার ৯০৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৫ লাখ ৫৩ হাজার ৬৫৭ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ৪৯০ জন। তাতে ভারতে মোট মৃতের সংখ্যা হয়েছে লাখ ২৬ হাজার ৬১১ জন। সেখানে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৯৯ লাখ ৬২ হাজার এবং তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৫৬ লাখ ৬৪ হাজার।

তবে এখন পর্যন্ত ভারতে মোট ৭৯ লাখ ১৭ হাজার ৩৭৩ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের সাড়ে ৯২ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৪০৫ জন। গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা লাখ হাজার ৬৭৩ জন।