আন্তর্জাতিক ২৫ আগস্ট, ২০১৯ ০৬:০৪

বৈরুতের আকাশে ইজরাইলী ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক।।

লেবাননের রাজধানী বৈরুতের আকাশে ইসরাইলের দু’টি  ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। আজ (রোববার) ভোরে এক বিবৃতিতে হিজবুল্লাহ এ খবর জানিয়ে বলেছে, দক্ষিণ বৈরুতের ‘ধাহয়িয়েহ’ এলাকার আকাশে উড়তে থাকা ড্রোনগুলো রকেট নিক্ষেপ করে ভূপাতিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন ধাহয়িয়েহ এলাকায় বিধ্বস্ত হয়েছে এবং দ্বিতীয়টি কাছাকাছি একটি এলাকায় মাটিতে পড়ার আগ মুহূর্তে বিস্ফোরিত হয়েছে। দক্ষিণ বৈরুতের অধিবাসীরা শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর দেয়ার পর হিজবুল্লাহর এ বিবৃতি প্রকাশিত হলো।

ইসরাইলি ড্রোন ভূপাতিত করার এ খবর সম্পর্কে এখনো তেল আবিবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।