আন্তর্জাতিক ২৫ আগস্ট, ২০১৯ ০১:১৯

পরিস্থিতি স্বাভাবিক হলে কাশ্মীরে প্রবেশে বাঁধা কেন: রাহুল

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতের বিরোধী দলগুলোর একটি প্রতিনিধি দল শনিবার কাশ্মীর সফর করতে চেয়েছিলেন।

তবে কাশ্মীরের রাজধানী শ্রীনগর বিমানবন্দর থেকেই থেকেই ফিরিয়ে দেয়া হয়েছে সেই প্রতিনিধি দলকে। এই নিয়ে ইতোমধ্যে বিরোধী দলগুলো তীব্র প্রতিবাদ ও কঠোর নিন্দা জানিয়েছে।

কংগ্রেসের অফিসিয়াল পেজে এক টুইটে বলা হয়েছে, সরকারের দাবি অনুযায়ী যদি কাশ্মীর পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তবে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধী দলকে কেন শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো। মোদি সরকার সেখানে কি গোপন করতে চাইছে?