আন্তর্জাতিক ২৫ আগস্ট, ২০১৯ ১২:২৮

অবশেষে কাশ্মীরে ঢুকতে দেওয়া হলো না রাহুলকে

আন্তর্জাতিক ডেস্ক।।

জম্মু-কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে প্রধান বিরোধীদল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে।

আজ (শনিবার) তাঁরা শ্রীনগর বিমানবন্দরে পৌঁছলে তাঁদেরকে আটকে দেয়া হয় এবং বাইরে বেরোতে দেয়া হয়নি। এসময় বিমানবন্দরে তীব্র হইচই শুরু হয়।

গণমাধ্যমের একটি সূত্রে প্রকাশ, রাহুল গান্ধীদের ভিআইপি লাউঞ্জে থামিয়ে দেয়া হয়। পুলিশ তাঁদেরকে ঘেরাও করে রাখে। গণমাধ্যমের সঙ্গেও প্রতিনিধিদলকে কথা বলতে দেয়া হয়নি। শ্রীনগর বিমানবন্দরে পৌঁছানো মাত্রই প্রতিনিধিদল ও গণমাধ্যম সদস্যদের পৃথক করে দেয়া হয়। পুলিশ গণমাধ্যমকর্মীদের কোনও প্রশ্ন করতে দেয়নি। পুলিশের পক্ষ থেকে সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করারও অভিযোগ উঠেছে।

এসময় এক টিভি চ্যানেলের নারী সাংবাদিক হাতে আঘাত পেয়েছেন বলে অভিযোগ।