আন্তর্জাতিক ৩ নভেম্বর, ২০২০ ০৪:৩৮

প্রেমিকার অ্যাপার্টমেন্টের বাইরে গুলিতে নিহত অভিনেতা

ডেস্ক রিপোর্ট

প্রেমিকার অ্যাপার্টমেন্টের বাইরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেতা এডি হাসেল

আমেরিকার নির্বাচনের আমেজের মধ্যে টেক্সাসে গত রোববার সকালে ৩০ বছর বয়সী এই মার্কিন অভিনেতাকে দুর্বৃত্তরা হত্যা করে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত ম্যানেজার

হাসেলের ম্যানেজার মার্কিন সংবাদপত্র ডেইলি নিউজকে জানান, টেক্সাসে হাসেলের গাড়ি ছিনতাইয়ের সময় তার পেটে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

যদিও হাসেলের প্রেমিকা তার বাড়ির বাইরে কোনো আততায়ীকে দেখতে পাননি বলে পুলিশের কাছে দাবি করেছেন

এদিকে এমন একজন চৌকশ অভিনেতার নৃশংস হত্যার খবরে শোকের ছায়া নেমে এসেছে হলিউডজুড়ে

টেক্সাসের কর্সিকানায় জন্মগ্রহণকারী হাসেল ২০০০ সালের শুরুর দিকে বিনোদন জগতে নাম লেখান টেলিভিশন চলচ্চিত্রে নিয়মিত কাজ করে আসছিলেন ২০১৭ সালে ক্যারিয়ারে স্মরণীয় সাফল্য অর্জন করেছিলেন ২০০৫ সালে এনবিসিতে প্রচারিত সায়েন্স ফিকশন সিরিজসারফেস’- ফিল ন্যান্সের চরিত্রে অভিনয় করেছিলেন সেটি করেই মূলক ব্যাপক পরিচিত পান হাসেল ২০১০ সালেও কমেডি-ড্রামা নির্ভর চলচ্চিত্রদ্য কিডস আর অলরাইটছবিতে কাজ করে তিনি প্রশংসিত হয়েছিলেন অস্কার মনোনীত ছবিদ্য কিডস আর অল রাইটএর অভিনেতা তিনি