আন্তর্জাতিক ৩০ অক্টোবর, ২০২০ ১২:৩০

নিউজিল্যান্ডে স্বেচ্ছামৃত্যুর পক্ষে গণরায়

আন্তর্জাতিক ডেস্ক 

মৃত্যুপথযাত্রী অসুস্থদের স্বেচ্ছায় মৃত্যুবরণের অধিকারকে বৈধতার ব্যাপারে নিউজিল্যান্ডে এক গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই ভোটে সেচ্ছায় মৃত্যুবরণের পক্ষে ভোটও পরেছে বেশ ভালো। 

প্রাথমিক ফলে মোট ভোটের ৬৫ দশমিক ২ শতাংশই ‘এন্ড অব লাইফ চয়েজ অ্যাক্টের’ পক্ষে ভোট পড়েছে। আইনটি কার্যকর হলে গুরুতর অসুস্থ এবং ৬ মাসেরও কম সময়ের মধ্যে মারা যেতে পারেন এমন ব্যক্তিরা চাইলে দুই চিকিৎসকের অনুমতি সাপেক্ষে স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিতে পারবেন। খবর বিবিসির। 

আজ শুক্রবার ঘোষিত প্রাথমিক ফলে প্রবাসীসহ আনুমানিক ৪ লাখ ৮০ হাজার ভোটারের রায় যুক্ত হয়নি; এগুলো যুক্ত হলে ভোটের শতকরা হিসেবে সামান্য এদিক ওদিক হলেও তা বৈধতার পক্ষে থাকা গণরায় পাল্টাতে পারবে না।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন এবং বিরোধীদলীয় নেতা জুডিথ কলিন্স দুজনই স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন। 

আগামী বছরের নভেম্বর থেকে এই ‘এন্ড অব লাইফ চয়েজ’ আইনটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। সেরকম হলে নিউ জিল্যান্ড স্বেচ্ছামৃত্যু বৈধ এমন স্বল্প সংখ্যক দেশের তালিকায় যুক্ত হবে।