আন্তর্জাতিক ২৯ অক্টোবর, ২০২০ ০৮:৪১

ম্যাক্রোকে ‘ব্যক্তিগত আক্রমণের’ তীব্র নিন্দা ভারতের

ডেস্ক রিপোর্ট

মৌলবাদী ইসলামেরবিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ব্যক্তিগত আক্রমণের জোরালো নিন্দা জানিয়েছে ভারত

আজ বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া-ভাষায় দেয়া এক বিবৃতিতে বলেছে, ম্যাক্রোকে ব্যক্তিগত আক্রমণ আন্তর্জাতিক আলোচনার অধিকাংশ মৌলিক মানদণ্ডের লঙ্ঘন

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এমন তথ্য মিলেছে

বিবৃতিতে মহানবীকে (সা.) বিদ্রূপ করে আঁকা কার্টুন শ্রেণিকক্ষে প্রদর্শনের পর গলা কেটে এক ফরাসি শিক্ষককে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ভারত

দাবি করা হয়েছে, যে কোনো কারণে কিংবা পরিস্থিতিতে সন্ত্রাসবাদকে ন্যায্যতা দেয়ার সুযোগ নেই

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ম্যাক্রোকে অগ্রহণযোগ্য ভাষায় ব্যক্তিগত আক্রমণের আমরা জোরালো নিন্দা জানাচ্ছি এটা আন্তর্জাতিক আলোচনার অধিকাংশ মানদণ্ডের লঙ্ঘন

বিবৃতিতে বলা হয়, আমরা ওই ফরাসি শিক্ষককে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার নিন্দা জানাচ্ছি তার পরিবার ফরাসি জনগণের প্রতি শোক জানাচ্ছি

বিবৃতির পরে ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনিন কৃতজ্ঞতা প্রকাশ করে এক টুইটবার্তায় বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে দুই দেশ পরস্পরের ওপর নির্ভরশীল ধন্যবাদ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

চলতি মাসের শুরুতে ম্যাক্রো বলেন, বিশ্বজুড়ে ইসলাম সংকটে আছে ফরাসি মুসলমানদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ তোলেন তিনি

এছাড়া ওই শিক্ষককে হত্যার ঘটনার পর ম্যাক্রন ইসলাম বিদ্বেষকে আরও উসকে দেন এতে সারা বিশ্বে মুসলমানদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে তুরস্ক, পাকিস্তানি বাংলাদেশে ফরাসি পণ্য বয়কটের ডাক দেয়া হয়েছে

রাজধানী থেকে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারেরও দাবি তুলেছেন মুসলমানরা কিন্তু এসব কিছুর বিপরীতে গিয়ে ভারতে প্রকাশ্যে ফরাসি প্রেসিডেন্টের প্রতি সমর্থন দিতে দেখা গেছে