আন্তর্জাতিক ২৮ অক্টোবর, ২০২০ ১০:৪২

যুক্তরাষ্ট্রে নির্বাচন

গাধা - হাতি নিয়ে যুক্তরাষ্ট্রে মাতামাতি

ইন্টারন্যাশনাল ডেস্ক 

প্রশ্নটাই আপত্তিকর। দুটিই সওয়ারি নিতে প্রস্তুত এবং নিরীহ প্রকৃতির। প্রতীকের বিবেচনায় অবশ্য দুটি দুই ঘরানার। একটি রাজার বাহন। আর অন্যটি নাসিরুদ্দিন হোজ্জার বাহন হিসেবে বিখ্যাত। আবার ঈশপের গল্পে এ দুই প্রাণীকে পাওয়া যায় দুই ভূমিকায়।

গোটা বিশ্ব এখন অবশ্য এসব হাতি বা গাধার কোনোটি নিয়েই মাতোয়ারা নয়। বিশ্ববাসী আলাপে ব্যস্ত অন্য দুই হাতি-গাধা যুগল নিয়ে। মার্কিন মুলুকের নির্বাচনে এ দুই প্রাণী চার বছর পরপর ফিরে আসে ব্যালটে ব্যালটে। ফিরে না এসে উপায় নেই। আগে লোকে মোগলের হাতে পড়ে খানা খেত। এখন সেই মোগলও নেই, লোকের অনিচ্ছায় খাওয়ার বিলাসও নেই। তবে মার্কিন মুলুক তো আছে। ফলে লোকের খাওয়া জুটুক না জুটুক, হাতি আর গাধা লাল-নীল রং মেখে ঠিকই ব্যালটে এসে ঠাঁই নিতে হচ্ছে।

মশকরাপ্রবণ মানুষ অবশ্য গোটা বিশ্বে রাজত্ব করা দেশটির নির্বাচনী প্রতীক নিয়ে তামাশায় ব্যস্ত। হাতি প্রতীক দেখে রিপাবলিকান দলকে কেউ মাথামোটাবলছে, তো অন্য কেউ ডেমোক্র্যাটদের শুধুগাধাবলেই নিচ্ছে এক হাত। গত চার বছর ডোনাল্ড ট্রাম্প জমানার কারণে কেউ যদি হাতিকে এখন মিথ্যাবাদী বলে, তবে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। এই মশকরার যেন কোনো শেষ নেই। এই মশকরায় হাতি ও গাধা প্রাণী যুগলের মনের অবস্থা কী, তা জানার অবশ্য কোনো সুযোগ নেই।

ছবি - সংগৃহীত