বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২২ আগস্ট, ২০১৯ ০৫:০৮

ব্যাবহারকারীদের নিরাপত্তায় নতুন ফিচার আনলো ফেসবুক

ডেস্ক রিপোর্ট।।

গ্রাহক যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাক্তিগত পোস্ট দিতে আরো উৎসাহী হয়, সে লক্ষ্যকে সামনে রেখে ব্যাবহারকারীদের ব্যাক্তিগত তথ্যের নিরাপত্তায় নতুন ফিচার যুক্ত করেছে ফেসবুক। আগামী মাসের মধ্যেই এটি কার্যকর হবে বলেও জানিয়েছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

  
ফেসবুক জানায়, ব্যবহারকারীদের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা দিতে এ ফিচারের সংস্কার অব্যাহত থাকবে। এছাড়া গত বছর চালু হওয়া মেসেঞ্জারের সিক্রেট মেসেজ অপশনকে আরও কার্যকর করার পরিকল্পনা চলছে। 

এদিকে, ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনায় একাধিকবার জরিমানা দিয়েছে ফেসবুক। ফেসবুকের সিইও জুকারবার্গকেও কংগ্রেসের মুখোমুখি হতে হয়েছিলো।