বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৭ আগস্ট, ২০১৯ ০৫:৩০

হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামের নাম পরিবর্তন হচ্ছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক।।

মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ ও ফটো শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রামের মালিকানা মূলত ফেসবুকের,। তাই ফেসবুক এই দুইটি এপের নামের শেষ মূল প্রতিষ্ঠানের নাম যুক্ত করতে চায়।

 প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমসের বরাতে জানা গেছে, সেবা দুটির বর্তমান নাম পরিবর্তিত হয়ে যথাক্রমে ‘হোয়াটস্যাপ ফ্রম ফেসবুক’ ও ‘ইন্সটাগ্রাম ফ্রম ফেসবুক’ হবে। মূলত এই দুই নামেই এপস্টোর ও প্লেস্টোরে খুব শীঘ্রই পাওয়া যাবে।

এ প্রসঙ্গে ফেসবুক মুখপাত্র বার্টি থম্পসন জানিয়েছেন, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের পণ্য ও সেবা যে ফেসবুকের অংশ, সে বিষয়টি মূল প্রতিষ্ঠান আরও পরিষ্কার করে জানাতে চায়। এজন্যই নাম পরিবর্তন।

তবে শুধু নাম নয়, প্রতিষ্ঠান দুটির কর্মচারীদেরও মূল প্রতিষ্ঠানের অধীনে নিয়ে আসছে ফেসবুক।