ডেস্ক রিপোর্ট।।
চীনা ভিডিও ‘শেয়ারিং অ্যাপস’ টিকটকের নিরাপত্তা হুমকি তদন্তের আহ্বান জানিয়েছেন দুই মার্কিন সিনেটর। অ্যাপসটির ব্যবহারে মার্কিন নাগরিকরা বেইজিংয়ের নজরদারির শিকার হতে পারেন বলে যুক্তি দেখাচ্ছেন তারা।
মাত্র দুই বছর আগে বাজারে এলেও জনপ্রিয়তায় প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ছড়িয়ে গেছে। টিকটকের বেশির ভাগ ভিডিও হয় নাচ, গান বা কৌতুকধর্মী।
মাত্র ৬০ সেকেন্ডের নাচ-গানের পাশাপাশি রান্না, হাতের কাজ, খেলা ইত্যাদি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে ব্যবহারকারীদের উৎসাহ দিচ্ছে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাইটড্যান্স।
ফেসবুকের দেশ যুক্তরাষ্ট্রে এর জনপ্রিয়তা তরতর বেড়ে যাওয়ায় এতে নিরাপত্তা হুমকি দেখছে দেশটির রাজনীতিকরা।
শুক্রবার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জোসেফ ম্যাগোয়ারের কাছে লেখা এক চিঠিতে সিনেট ডেমোক্রেটিক নেতা চাক শুমার ও রিপাবলিকান সিনেটর টম কটন টিকটকের বিষয়টি তদন্তের আহ্বান জানান।






















