আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সাইবার যুদ্ধ শুরু করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ।
এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুবই বিপজ্জনক এবং দায়িত্বহীনভাবে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় সাইবার হামলা চালিয়েছে, যার জেরে বহু মানুষের প্রাণহানি হতে পারতো। জারিফ বলেন, যে কোন যুদ্ধ যুক্তরাষ্ট্রের শুরু করার ক্ষমতা থাকলেও শেষ করার ক্ষমতা নেই।
জারিফকে আসন্ন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ইরান কখনও অন্য দেশের অভ্যন্তরীন বিষয়ে নাক গলায় না।






















