আমাদের কাগজ ডেস্কঃ সারা দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। প্রতিদিনই রাজধানীসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, কোন এলাকায় কখন লোডশেডিং থাকবে সে সময়সূচি আগেই জানিয়ে দেয়া হচ্ছে।
নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার (১৭ নভেম্বর) লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো)।
তালিকা দেখতে নিচের লিঙ্কে যান :
ডেসকো সূচি
https://desco.portal.gov.bd/sites/default/files/files/desco.portal.gov.bd/page/659bb373_82c2_4282_a4f1_cdafbefe0378/2022-11-13-09-54-a6f147252cfe08d3c169de1f8fa76a1d.pdf
ওজোপাডিকো সূচি
http://wzpdcl.portal.gov.bd/sites/default/files/files/wzpdcl.portal.gov.bd/notices/4c879017_f532_465b_b286_85c31a115fd6/2022-11-14-02-38-207d8351daaa4214cdd541de84bc80a2.pdf
এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানিয়েছেন, এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোন লোডশেডিং নেই। তবে, এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসি’র ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হল
আমাদের কাগজ/এম টি






















