নিজস্ব প্রতিবেদক: দেশে বজ্রপাত ঠেকিয়েছে বিশেষ এক আধুনিক যন্ত্র। ‘আর্লি স্ট্রিমার ইমিশন এয়ার টার্মিনাল’(ইএসইএটি) নামের এ যন্ত্রটি বজ্রপাত ঠেকানোর পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে বজ্রপাতের তথ্যপ্রাপ্তির সুবিধাও রয়েছে।
বজ্রপাতপ্রবণ ২১ জেলার কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে ইএসইএটি স্থাপন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। দেশের উত্তরাঞ্চল, যমুনা অববাহিকা এবং হাওড় অঞ্চলে বিশেষ করে এটি বসানো হয়েছিলো। এ যন্ত্রগুলোর মধ্যে আইওটির মাধ্যমে বজ্রপাতের তথ্যপ্রাপ্তির সুবিধা রয়েছে ৮০টিতে। আইওটি সুবিধা ছাড়া ১৭০টি। পর্যবেক্ষণে দেখা গেছে, আইওটি সুবিধা সংবলিত যন্ত্রগুলো বজ্রপাত ঠেকাতে সক্ষম। এর রয়েছে আরও বেশকিছু সুবিধা।
চলতি বছরের ৯ অক্টোবর সেখানে সংঘটিত একটি বজ্রপাত ঠেকিয়েছে যন্ত্রটি। অন্যদিকে নেত্রকোনার পূর্বধলায় স্থাপিত ইএসইএটি ৫ সেপ্টেম্বর আরেকটি বজ্রপাত ঠেকিয়েছে। বজ্র নিরোধক ব্যবস্থায় একটি যন্ত্র ৮৭-১০০ মিটার বা ৩০০ ফুট এলাকায় নিরাপত্তা দিতে সক্ষম। পরীক্ষামূলকভাবে এখন পর্যন্ত পাবনা, কিশোরগঞ্জ, বগুড়া, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, শরীয়তপুর, ফেনী, কুড়িগ্রাম, রাজশাহী, জামালপুর, হবিগঞ্জ, নওগাঁ, বগুড়া ও লালমানিরহাটের কিছু কিছু উপজেলায় বজ্র নিরোধক এ যন্ত্র স্থাপন করা হয়েছে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে স্থাপিত ইএসইএটি যন্ত্রের রেকর্ডে এমনটা দেখা যায়।
‘ইমারজেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস’ প্রকল্পের আওতায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১০০ যন্ত্র স্থাপন করা হয়। এ প্রকল্পের পরিচালক জাবেদ করিম বলেন, বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে এ প্রযুক্তি ব্যবহার করে সফলতা পেয়েছে। দেশগুলোর মধ্যে অন্যতম ফ্রান্স এবং সুইডেন। আমরা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন করেছিলাম মাত্র ১০০টি যন্ত্র। সেখানে আরও ৬শ যন্ত্র বসানো দরকার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক বলেন, গত ৬ মাসে সারা দেশে বজ্রপাতে ২৮৪ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে ২৭৬ জনই কৃষক। অপমৃত্যুর হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়া দরকার। আমরা পরীক্ষামূলকভাবে কিছু জায়গায় ইএসইএটি প্রযুক্তি স্থাপন করেছি। বিশ্বব্যাংক ও এলজিইডি রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন করেছে। আমাদের বিভিন্ন সংস্থাও যন্ত্রটি স্থাপন করেছে। এয়ারপোর্টে সিভিল এভিয়েশন হেভি ইকুইপমেন্টের নিরাপত্তার জন্য এ প্রযুক্তি ব্যবহার করে।
আমাদের কাগজ//জেডআই






















