টেক ডেস্ক
জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স তাদের অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন এক ফিচার চালু করতে যাচ্ছে। ‘ভিডিও অফ’ শিরোনামের নতুন এই ফিচারের মাধ্যমে ভিডিও অফ রেখে শুধু অডিও শুনতে পারবেন গ্রাহকরা।
এই নতুন ফিচার আপডেটের খবর জানতে পেরেছে এক্সডিএ ডেভেলপারস। নতুন এই ফিচারে কোনো ভিডিও দেখার সময়, গ্রাহকরা পূর্ণ স্ক্রিন ভিডিও প্লেয়ারের শীর্ষে একটি ‘ভিডিও অফ’ ফিচার দেখতে পাবেন। ভিডিওটি বন্ধ হয়ে গেলে, পডকাস্টের মতো শুনতে পারবেন নেটফ্লিক্স ব্যবহারকারীরা। প্রতিবেদন দ্য ভার্জের।
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, অ্যাপের সেটিংসে একটি অডিও-অফ বিকল্প রয়েছে, যেখানে দর্শকদের সিদ্ধান্ত নিতে পারবেন তারা সর্বদা অডিও বন্ধ রাখতে চান নাকি অন্য কোনো সুনির্দিষ্ট সময়ে।
বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় আর জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বিশ্বজুড়ে প্রায় ১৯ কোটি ৩০ লাখ গ্রাহক নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিয়মিত এই অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট থেকে সিনেমা বা ওয়েব সিরিজ দেখেন।






















