সারাদেশ ২১ অক্টোবর, ২০২০ ০৫:১৫

সাতক্ষীরায় ৪ খুনের মামলায় গ্রেপ্তার আরও ৩

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরার কলারোয়ায় চাঞ্চল্যকর এক দম্পতি তাদের দুই সন্তানকে খুনের মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় এনিয়ে নৃশংস ওই হত্যা মামলায় নিহত শাহিনুর রহমানের ভাই রায়হানুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হলো

সাতক্ষীরা সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কলারোয়া উপজেলার খলসি গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), আবুল কাশেমের ছেলে আব্দুল মালেক (৩৫) একই গ্রামের আসাদুল ইসলাম (২৭) এদের মধ্যে রাজ্জাক মালেক নিহত শাহিনুরের প্রতিবেশি এবং আসাদুল ইসলাম নিহত শাহিনুরের হ্যাচারির কর্মচারী বলে জানা গেছে

গত ১৫ অক্টোবর ভোর রাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য হ্যাচারী মালিক শাহিনুর, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী মেয়ে তাসনিম সুলতানাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা সময় ঘাতকদের হাত থেকে প্রাণে বেঁচে যায় তাদের চার মাসের শিশু কন্যা মারিয়া সুলতানা