নিজস্ব প্রতিবেদক
ধর্ষণ বিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে সমজাতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। আজ সোমবার দুপুরে ফেনী শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এমন কর্মসূচিতে হামলা ন্যাক্কার জনক ঘটনা। হামলাকারীরা ধর্ষণের আশ্রয় দাতা। নোয়াখালীর বেগমগ , খাগড়াছড়ির পাহাড়ী তরুণী, সিলেটের এমসি কলেজে নারী গণধর্ষন, সাভারে নীলা রায় এবং চট্টগ্রামে ফেনীর মেয়ে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারা বলেন, এসব ঘটনায় অনতিবিলম্বে দ্রুত বিচার আইনে রায় দিতে হবে।


















