সারাদেশ ১৮ অক্টোবর, ২০২০ ১১:২৪

ফেনীর সীমান্ত থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

 

ফেনীর পরশুরাম উপজেলার ভারত সীমান্তের গুথুমা এলাকা থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে বিজিবি।

আজ রোববার সকালে মো. করিম মো. স্বপন নামের ওই দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। তাঁরা ওই এলাকার কালাধন মিয়া সরকারের ছেলে।

বিজিবি জানায়, ভারত সীমান্তবর্তী পিলারের কাছে দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে কথা বলে লাশগুলো উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সহকারী পুলিশ সুপার নিশান চাকমা জানান, নিহত দুই ভাই সীমান্তবর্তী পিলারের কাছে মাছ ধরতে যান। ভোরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত দুই ভাইয়ের শরীরের কোথাও কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।