নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরে যাত্রীবাহী বাস ও ইটভাঙ্গা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি দীনদত্ত মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইটভাঙ্গা গাড়ীর ড্রাইভার আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়ার বদর উদ্দীনের ছেলে ওয়াসিম (৩৩) ও একই পাড়ার সাহাদত আলীর জামাতা জাফর আলী (২৫)।
স্থানীয়রা জানায়, একটি বাস (ঢাকা মেট্র ব-১৫-৩৮৬৩) ঢাকা থেকে মেহেরপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা স্যালো ইঞ্জনচালিত একটি ইটভাঙ্গা গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চালক ও তার সহকারী ঘটনাস্থলেই নিহত হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জাহিদুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা উদ্ধার তৎপরতা শুরু করি। ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি শাহ মো: দ্বারা জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেছে। বাস চালক পালিয়ে গেছে।


















