নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পবায় নবম শ্রেণির এক ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কাটাখালী থানার জয়পুর এলাকায় এ ঘটনায় শালিসী বৈঠকে ধর্ষকের ৩০ হাজার টাকা জরিমানা ও ১০ ঘা জুতা মারার নির্দেশ দেন সমাজপ্রধানরা। সমাজপতিদের এই বিচার না মানলে ধর্ষণের শিকার ছাত্রী ও তার মা, ভাইকে মারপিট করা হয় বলেও অভিযোগ উঠেছে।
ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, কাটাখালী থানার জয়পুর গ্রামে গত শুক্রবার রাতে বাড়িতে একা পেয়ে বখাটে শাহিনুর প্রতিবেশী কিশোরীর (১৪) ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে নিজের ফোন ঘরে ফেলেই জানালা ভেঙ্গে পালিয়ে যায় শাহিনুর।
ওই কিশোরী জানান, শুক্রবার রাতে তার বাবা মা কেউই বাড়িতে ছিলেন না। রাত ৯টার দিকে সে হাতমুখ ধুয়ে ঘরে গিয়ে দেখে, প্রতিবেশী শাহিনুর ঘরে বসে আছে। কিশোরী ঘরে ঢুকতেই শাহিনুর দরজা বন্ধ করে দেয়। এরপর তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরী চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে। তখন জানালা ভেঙ্গে পালিয়ে যায় শাহিনুর।
কিশোরী স্কুল ছাত্রীর ভাই আনোয়ার জানান, এ ঘটনায় থানা থেকে পুলিশ আসে। কিন্তু মামলা না নিয়ে থানার ওসি জিল্লুর রহমান আপোষ করে নিতে বলেন। তিনি বলেন, তার বোনের ঘরে ধর্ষকের ফেলে যাওয়া ফোনটিও পুলিশ থানায় নিয়ে ধর্ষককে দিয়ে দেয়। পুলিশের কোন সহযোগীতা না পেয়ে তারা হতাশ হন। পরে গ্রামের মাতাব্বররা শালিস করে দিতে মঙ্গলবার রাতে স্থানীয় মাদ্রাসায় বৈঠক বসায়। সেখানে মাতাব্বররা ধর্ষকের ৩০ হাজার টাকা জরিমানা এবং ১০ ঘা জুতা মারার শাস্তি দেন। তারা এই বিচার মানতে না চাইলে মাতব্বর হযরত মন্ডল, রুবেল, এরশাদ, শামীম ও গফুর ধর্ষকের পরিবর্তে তাদের মারপিট করেন।
ধর্ষণের শিকার কিশোরীর মা হামিদা বেগম বলেন, শালিসী বৈঠকে এই বিচারের রায় শুনার পর আমরা শুধু বলেছি, ‘এই বিচার মানা যায় রে বেটা মানবো না’- তখনই হযরত মন্ডল, রুবেল, এরশাদরা বলেন, ‘কত বড় সাহস, সমাজ মানে না! বলেই উরুম ধুরুম মারপিট শুরু করে।’ তিনি বলেন, মারপিটের পর আবারো পুলিশ আসে। এরপর পুলিশ মঙ্গলবার রাতে ধর্ষণ মামলা নেয়। কিন্তুু ততক্ষণে আসামি পালিয়ে গেছে।
এসব বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘কিশোরীর পরিবার প্রথমে ধর্ষণ চেষ্টার কথা বলেছিলো। সেজন্য স্থানীয়রা আপোষ করে নিতে চাইলে পুলিশ আপত্তি করেনি। পরে তারা ধর্ষণ মামলার অভিযোগ দিলে পুলিশ মামলা নিয়েছে। শাহিনুরকে একাই আসামি করা হয়েছে।’




















