সারাদেশ ৫ অক্টোবর, ২০২০ ০৯:০৬

‘নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’: জিএম কাদের

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

আজ সোমবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নারী নির্যাতনের বর্বর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়

সংবাদ বিজ্ঞপ্তিতে জাপা চেয়ারম্যান বলেন, নোয়াখালীতে স্বামীকে বেঁধে স্ত্রীর ওপর আদিম যুগের বর্বরতা মেনে নেওয়া যায় না। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিকৃত রুচি সম্পন্নরা যে অপরাধ করেছে, সেজন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এমন লজ্জাজনক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে কঠোর নজর রাখতে হবে