সারাদেশ ২ অক্টোবর, ২০২০ ০৯:৩১

দুর্গা পূজায় ৩ দিনের ছুটি দাবি

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসবে তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়ে আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে তারা পূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে।

বক্তারা বলেন, জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বার বার অনুরোধ করার পরও সরকার বিষয়টি নিয়ে ভাবছে না। হিন্দু সম্প্রদায় দুর্গা পূজায় নিরাপত্তা নিয়ে এখন উদ্বিগ্ন। কেননা চলতি বছর রংপুরের মিঠাপুকুরে ১২টি হিন্দু পরিবারকে উচ্ছেদ, ঠাকুরগাঁওয়ের পরিগঞ্জে শ্মশানের জায়গা দখল, গাজীপুর, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, মানিকগঞ্জ, পিরোজপুর, পঞ্চগড়, চট্টগ্রাম, চাঁদপুর, শেরপুর ও কুমিল্লাসহ দেশর বিভিন্ন জেলায় দুর্বৃত্তরা মন্দির ও প্রতিমা ভাঙচুর করেছে। দেশে করোনা মহামারির মধ্যেও বর্তমানে সংখ্যালঘু নির্যাতন থেমে থাকেনি।

উল্লেখ্য, মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে, সিনিয়র সহ-সভাপতি ডি সি রায়, সহ-সভাপতি প্রভাস চন্দ্র মণ্ডল প্রমুখ।